btahs123@gmail.com
ইআইআইএন: ১২৭৫৫৬ | স্কুল কোড: ৫৫৩৭

বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

Bujruk Tajpur, Shalmarabazar, Mithapukur, Rangpur


আমাদের দৃষ্টি

 
একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞান নয়, বরং একজন শিক্ষার্থীকে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। 
আমাদের স্কুলে রয়েছে আধুনিক শিক্ষাব্যবস্থা, অভিজ্ঞ ও যত্নবান শিক্ষকবৃন্দ, এবং উন্নত শিক্ষার পরিবেশ। আমরা শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি সহপাঠ কার্যক্রম যেমন – বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, স্কাউট, বিজ্ঞান মেলা ইত্যাদায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করি। 
আমাদের মূল বিশ্বাস –
 “শিক্ষাই শক্তি, জ্ঞানই মুক্তি।”