btahs123@gmail.com
ইআইআইএন: ১২৭৫৫৬ | স্কুল কোড: ৫৫৩৭

বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

Bujruk Tajpur, Shalmarabazar, Mithapukur, Rangpur


আমাদের ইতিহাস

প্রতিষ্ঠার ইতিহাস
বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ০১/০১/১৯৮৫ ইং তারিখে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গ্রামের নাম অনুসারে মনোরোম পরিবেশে প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়টি ০১/০১/১৯৮৭ ইং হতে নিম্ন মাধ্যমিক স্তরে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০৬/১৯৮৮ ইং তারিখ হতে ১ম এমপিও ভুক্তি লাভ করে । নিম্ন মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আপ্তাব উদ্দিন মন্ডল । অতঃপর ০১/০১/১৯৯৩ ইং হতে বিজ্ঞান বিভাগসহ ৯ম শ্রেণি এবং ০১/০১/১৯৯৪ ইং হতে ১০ম শ্রেণি স্বীকৃতি লাভ করে । ০১/০৩/১৯৯৬ ইং তারিখে মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হয় । মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হাজী হাবিবুর রহমান । প্রতিষ্ঠানটির মাঠসহ মোট জমির পরিমান ২.২৫ একর ।